Monday, February 22nd, 2021




শ্রীবরদীতে গরীর মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে স্বপ্ন ছোঁয়া সংগঠন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল বাজারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে “নিজে বেঁচে থাকাটাই আসল বাঁচা নয়, সকলের জন্য বেঁচে থাকাই যেন আমাদের বেঁচে থাকা হয়” এই শ্লোগানকে সামনে স্বপ্ন ছোঁয়া সংগঠনের আয়োজনে বিনামূল্যে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রায় অর্ধশত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রাণীশিমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক তাঁরা’র সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বীরমুক্তিযোদ্ধা মো: আজগর আলী সহ বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা যষ্ঠিটি,বিশিষ্ট ব্যবসায়ী আল-আমিন,কার্যকরী পরিষদের মোস্তাইন বিল্লাহ, শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার সভাপতি সুলতান মাহমুদ সুমন,স্বপ্ন ছোঁয়া সংগঠন এর প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল করিম,সভাপতি সঞ্জু চন্দ্র বর্মণ,অর্থ বিষয়ক সম্পাদক নূরনবী হোসাইন,ত্রাণ বিষয়ক সম্পাদক বিশাল সরকার সহ উক্ত সেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্খী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বপ্ন ছোঁয়া সংগঠন এর প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল করিম ও সভাপতি সঞ্জু চন্দ্র বর্মণ জানান, তাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত উক্ত সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে সমাজ ও মানব সেবা মূলক নানা ধরণের কর্মকান্ড চালিয়ে এলাকার জনমনে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ