Thursday, March 25th, 2021




ময়মনসিংহে রতন স্যার চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো, জার্সি এবং ট্রফি উন্মোচন

ময়মনসিংহ প্রতিনিধি: আমীর আহাম্মদ চৌধুরী রতন স্যার চ্যাম্পয়িন্স ট্রফি ২০২১-এর লগো, জার্সি এবং ট্রফি উন্মোচন গত ২৫মার্চ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের মুকুল নিকেতন অডিটোরিয়ামে লগো, জার্সি এবং ট্রফি উন্মোচন করেন অনুষ্ঠানের উদ্বোধক ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা মুকুল ফৌজের সচিব প্রধান নারায়ন চন্দ্র দাস, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হারুন- অর- রশিদ লিটন, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র অধ্যাপক আব্দুল জব্বার চৌধুরী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক অমতি রায়, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমীর আহম্মদে চৌধুরী রতন স্যার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২১-এর আহবায়ক নাসিম আহাম্মেদ। এসময় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, ক্রীড়াা প্রশিক্ষক বাবলা পাল, যাদব দে, মুকুল ফৌজের প্রাক্তন ছাত্র সালাউদ্দিন, মো. আঞ্জুম, কামরুল, মিঠু, বুলবুল, কাঞ্চন, মোখলেছ, ইমরান, জনি , আরিফ, মীর সুমন, কবির, আরমান, হীরা, নাসির, আল মাসুদসহ ১৯৮৫ Ñ ২০২০ সালের প্রাক্তন ছাত্র ও ক্রিকেটারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী সুলতানা।

উল্লেখ্য: ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা (প্রয়াত)অধ্যাপক আমীর আহামেদ চৌধুরী রতন স্যার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২১-এর ক্রিকেট খেলাটি আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় ৩৫টি দলের মাঝে ৩২টি দল অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ