Friday, April 17th, 2020




শেরপুরে চিকিৎসক, ওসিসহ ৬ জন আক্রান্ত

শেরপুরে নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক, ঝিনাইগাতী থানার ওসি, জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ও সিভিল সার্জন অফিসের স্টাফ। শুক্রবার ময়মনসিংহ থেকে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লকডাউন করা হয়েছে দুটি হাসপাতাল।

সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ জানান, বৃহস্পতিবার শেরপুর থেকে ৪৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৬ জনের করোনা সংক্রমন ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে ঝিনাইগাতীর ওসি, নকলার ২ মেডিকেল অফিসারও রয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেরপুর জেলায় মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুক্রবার নতুন ৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়ার পর শেরপুর জেলা সদর হাসপাতাল ও নকলা উপজেলা হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ