Wednesday, November 16th, 2022




মহাসড়কে নিষিদ্ধ হচ্ছে না মোটরসাইকেল

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণ করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ হচ্ছে না।

গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সেখানে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের (এনআরএসসি) ২৯তম সভায় যোগ দেন তিনি।

এনআরএসসির সভায় দেশের সব মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার প্রস্তাব তোলা হয়। এতে সম্মতি দেননি এনআরএসসির সভাপতি ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণটা কিভাবে করা যায়, আমরা সে ব্যাপারে গুরুত্ব বেশি দিচ্ছি। জনবহুল এ দেশে এটি বহু বেকারের কর্মসংস্থান। এ বিষয়ে নীতিমালা করার কথা আমরা এর মধ্যে বলেছি, নীতিমালা হচ্ছে। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অতটা ক্লোজলি পারব না। বাস্তব ইমপ্লিমেন্টটা আমাদের দেখতে হবে। আগেই বলে রেখেছি, জনবল নেই। এর পরও আমাদের মনিটরিং চলছে। এটা চলমান। মহাসড়কের যে পরিমাণ চাপ, সে তুলনায় বিআরটিএ ও হাইওয়ে পুলিশের জনবল বাড়েনি। আমরা চেষ্টায় আছি, জনবল বাড়াতে পারলে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। ’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা ঠিক করেছি ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম এই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচল ক্লোজলি মনিটর করব। যেহেতু হাইকোর্টের একটি নির্দেশনা আছে মহাসড়কগুলোতে এসব তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না, তাই আমরা এই পাঁচ মহাসড়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। ’

বৈঠকে নিরাপদ সড়ক সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা ২০২১-২৪ অনুমোদিত হয়। এর মধ্যে পরিত্যক্ত ঘোষিত যানবাহনের কোনো নিবন্ধন না দেওয়া বিষয়ে সিদ্ধন্ত হয়েছে।

ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখন থেকে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। আগামীকাল (আজ) থেকে যাঁরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, তাঁরা ঘরে বসেই তা করতে পারবেন। আবেদনকারীকে শুধু একবার পরীক্ষার জন্য বিআরটিএর কার্যালয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ