Sunday, July 17th, 2022




গণতন্ত্র হত্যাকারী, স্বাধীনতা বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সঠিক সময়ে নির্বাচন হবে। আমরাও নির্বাচন চাই। কিন্তু গণতন্ত্র হত্যাকারী, স্বাধীনতা বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোন অপশক্তি ক্ষমতায় আসতে না পারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শনিবার (১৬ জুলাই) বিকেলে পৌর অডিটোরিয়ামে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, আজকে যে বাজেট ঘোষণা হয়েছে এই বাজেটর পরিমাণ আগামীতে আরো বাড়বে। বাজেটের মাধ্যমে একটি পৌরসভা পরিচালিত হয়ে থাকে। পৌর কর্তৃপক্ষকে পৌর এলাকার রাস্তাঘাট সংস্কার, বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন পৌর সচিব মোঃ আবু সুফিয়ান।

উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্যাহ সরকার, সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, যুবলীগ নেতা জামান সরকার সহ দলীয় নেতৃবৃন্দ ও পৌরসভার সুধী সমাজের নেতৃবৃন্দ।

অন্যান্য বছরের তুলনায় অনেকটা আশানুরূপ হয়েছে বলে বলে মনে করেন পৌরবাসী। আগামী দিনে এই বাজেটের সঠিক ব্যবহার ও উন্নয়নের অগ্রযাত্রা আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ছেংগারচর পৌরসভার মোট বাজেট ধরা হয়েছে ৩৮ কোটি ৪ লক্ষ ৩০ হাজার টাকা। এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৭৬ লক্ষ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ১৫ হাজার টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ৩৬ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯২ লক্ষ ১০ হাজার টাকা। এবং মুলধনী হিসাব ১৬ লক্ষ, মুলধনী ব্যয় ১৬ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ