Saturday, July 3rd, 2021




মতলব উত্তরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের কৃষক জহিরুল ইসলাম জরু মাঝি (৫৫) শুক্রবার বিকালে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মৃত্যু কালে তিনি তিন মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। জানা যায়, জহিরুল ইসলাম শুক্রবার সকালে গরুর জন্য ঘাস কাটতে ইসলামাবাদ ইউনিয়নে নিজ জমিতে যায়। ঘাস নিয়ে আসার সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। কামড় দেওয়ার পরে দাদন নামের এক লোক উনার পায়ে বাঁধ দেয়। জহিরুল সাপের কামড় খেয়ে ঘাস মাথায় নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পরে অনেক জ্বালা যন্ত্রনা ব্যথা শুরু হয়। তারপর তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। তাকে সাথে সাথে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। পরবর্তীতে আত্মীয় স্বজন বাড়িতে এনে বিভিন্ন উঝা দিয়ে চিকিৎসা শুরু করে। অবশেষে উঝাও বলে উনি মারা গেছে। শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে জানাজা নামাজ সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ