Wednesday, April 21st, 2021




পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক জাতীয় ইনজেকশনসহ ৩ ব্যবসায়ী আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪৮ পিছ নেশা জাতীয় ইনজেকশনসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধায় উপজেলার শালবাহান ইউনিয়নের টাইয়াগছ ব্রীজ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে রইস উদ্দীন (৪০), তেলিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান হৃদয় (৩২) ও জিয়া নগড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আজাদ হোসেন (৩১)।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধায় টাইয়াগছ ব্রীজে ওই ৩ ব্যবসায়ী পার্টনার পঞ্চগড় থেকে ৪৮ পিছ নেশা জাতীয় ইনজেকশন নিয়ে আসে। সেখানে ভাগাভাগির এক পর্যায়ে তাদের মাঝে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের আটক করলে বিষয়টি বুঝে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমানউল্লাহ সঙ্গীয় ফোর্সনিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের ৪৮ পিছ নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করে থানায় নেয়। মূলত ৩ জনে মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও আজাদ হোসেন মাদক সেবনকারী বলে পুলিশ জানায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ