Friday, April 2nd, 2021




কুতুপালং বাজারে অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় নিহত ৩

কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় তিনজন নিহত হয়েছেন। এছাড়াও দগ্ধ হয়েছেন কয়েকজন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে এ আগুন লাগে। এসময় বেশ কিছু দোকান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমদাদুল হক। তবে হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

ইমদাদুল হক বলেন, ‘গতকাল ভোর রাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে। খবর পেয়ে সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।’

তিনি বলেন, ‘তিন ঘণ্টা চেষ্টার পর আজ শুক্রবার ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগে ভস্মিভূত হয়েছে বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা। এসময় ঘটনাস্থলে আগুন পুড়ে তিনজন নিহত এবং আহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও অংশগ্রহণ করেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার ঘটনায় বেশ কিছু স্থাপনা পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ