Friday, March 26th, 2021




রাজশাহীতে মাইক্রো-লেগুনা-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭

রাজশাহী সদর উপজেলায় মাইক্রোবাস-লেগুনা ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও কয়েকজন।

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কাটাখালীতে এই দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার বলেন, ‘রংপুর থেকে তিনটি পরিবারের ১৭ জন একটি মাইক্রোবাসে করে রাজশাহী আসছিল। দুপুর পৌনে ২টার দিকে কাটাখালি মোড়ে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহণের একটি বাসকে সাইড দিতে গেলে লেগুনার সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।’

এ সময় ঘটনাস্থলেই ১১ জন নিহত হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, অগ্নিদগ্ধ অপর ছয়জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ