Thursday, March 11th, 2021




আশুলিয়ায় ৩ বাসে আগুন, সড়ক অবরোধ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা ছুটি শেষে সড়ক পারাপারের সময় বাস চাপায় নিহতের ঘটনায় তিনটি বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া ১০টির ওপরে বাস ভাঙচুর করেন তারা।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রিপোর্টটি লিখা পর্যন্ত সড়কে বাসগুলোতে আগুন জ্বলছিলো ও সড়ক অবরোধ অবস্থায় রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম সামসুল আলম। তিনি সারমিন গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, কারখানা ছুটি শেষে আমরা সবাই সড়ক পার হচ্ছিলাম। এ সময় কারখানার সিকিউরিটি গার্ড সড়কে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করে। কিন্তু আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস তাদের ওপর দিয়ে উঠিয়ে দেয়। পরে সামসুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সেসঙ্গে তিন জন শ্রমিক গুরুতর আহত হন।

ঘটনাস্থলে আশুলিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ও সুদীপ কুমার রয়েছেন। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ