Sunday, March 7th, 2021




মঠবাড়িয়ায় জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন না করায় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : জাতীয় দিবস হিসাবে ঘোষিত ঐতিহাসিক ৭ মার্চ দিবসে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পতকা উত্তোলন না করা, জাতীয়ভাবে অনুমোদিত সঠিক রং ও মাপে জাতীয় পতাকা ব্যবহার না করায় নয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী এ অর্থদণ্ড করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু বলেন, জাতীয় পতাকা সঠিকভাবে ব্যবহারের লক্ষে ৬ মার্চ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে মাইকিং করে জানিয়ে দেয়া সত্তেও পতাকা উত্তোলনে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিধিমালা লঙ্ঘন করতে দেখা গেছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা সরকারি এ সকল নির্দেশনার প্রতি গুরুত্ত¡ না দেয়ায় সচেতনতার লক্ষে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত-২০১০) অনুযায়ী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ