Wednesday, September 26th, 2018




মতলবের মনজুর আহমেদ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত

২০০৭সালে মতলব উত্তর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী । পরবর্তীতে জনপ্রতিনিধি হয়ে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সহায়তায় এবং স্বীয় অর্থায়নে অভূতপূর্ব কাজ করতে গিয়ে নিজের বিদ্যানুরাগকে ছড়িয়ে দেন নিজ উপজেলার সর্বত্র। তিনি হচ্ছেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

সেজন্যে তিনি প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট অন্য সকল কর্তৃক পেয়েছেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। গত ২৩ সেপ্টেম্বর-২০১৮ এক পত্রে জনাব মনজুর আহমদকে প্রাথমিক শিক্ষার জন্যে অপরিসীম অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেয়া হয়েছে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্বীকৃতি।

উল্লেখ্য, মনজুর আহমদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করেই তাঁর অর্জিত আয়ের একটি অংশ শুধু প্রাথমিক শিক্ষা নয়, মাধ্যমিকসহ শিক্ষার অন্য সকল ক্ষেত্রে ব্যয় করা শুরু করেন।

তিনি বাংলাদেশে বিতর্ক প্রতিযোগীতার প্রথম শিক্ষাবৃত্তি প্রবর্তক। তিনি প্রতি বছর চাঁদপুর জেলার সেরা বিতার্কিকদেরকে উক্ত বৃত্তিসহ দুঃস্থ, অসহায় অনেক শিক্ষার্থীকে অকৃপণভাবে তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়তা করে চলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ