Thursday, May 14th, 2020




পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তার দপ্তর বদল

পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তার দপ্তরে রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর মধ্যে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত একই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যমের দায়িত্বে থাকা মো. মাসুদুর রহমানকে পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ