Sunday, April 19th, 2020




লক্ষ্মীপুরে দেড় বছরের শিশুর করোনা পজিটিভ

প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে দেড় বছর বয়সী এক শিশু আক্রান্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১২২টি নমুনা পরীক্ষায় আরও ৪ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১ জন চট্টগ্রামের। বাকি ৩ জন লক্ষ্মীপুর জেলার।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাসিম নগরে একই পরিবারে অনেকে করোনায় আক্রান্ত। শেষ পর্যন্ত মাত্র উনিশ মাসের কন্যা শিশুটিও করোনা পজেটিভ হয়ে গেল। এটি খুব দুঃখজনক, হতাশার। বারবার বলার পরেও মানুষ সচেতন হচ্ছে না। নিজের সঙ্গে সঙ্গে শিশুদেরও করোনার সংক্রমণে ঝুঁকিতে ফেলছে। আসলে এভাবে সম্ভব না। মানুষ যতদিন সচেতন হবে না, এমন নিষ্ঠুর ঘটনার সাক্ষী আমাদের হতেই হবে। জনগণকে বলবো দয়া করে বাসায় থাকুন। যে যেখানে আছেন সেখানে থাকুন।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্ফার বলেন, ‌একজন দিয়ে শুরু, এখন পুরো পরিবারটাই শেষ। এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ দিকে লক্ষ্মীপুরের বাড়িতে ফেরেন এক গার্মেন্টস কর্মী। গত ১১ এপ্রিল তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শঙ্কা থাকায় তার পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওই পরিবারের আরও আট সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়। শনিবার দ্বিতীয় দফা রিপোর্টে শিশুটির করোনা পজেটিভ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ