Saturday, April 11th, 2020




কবরস্থান ‘লকডাউন’!

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বিভিন্ন জেলার, উপজেলা, গ্রাম, বাড়ি প্রভৃতি লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করছে প্রশাসন। স্ব-উদ্যোগেও অনেক এলাকার মানুষ নিজ নিজ এলাকা লকডাউন করে রাখছেন। এবার এমন লকডাউনের কবলে পড়ল কবরস্থান।

গতকাল শুক্রবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর-পূর্ব ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার উপজেলার জামালপুর গ্রামের হাজি রাবিক উল্লা (৬৫) স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তাকে তার স্বজনরা জামালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশে নিয়ে যাওয়ার পর দেখেন, রাস্তায় বাঁশ বেঁধে কবরস্থানে প্রবেশের পথ অবরুদ্ধ করা হয়েছে। এরপর মরহুমের স্বজনরা লাশ কাঁধে রেখে বাঁশ সরিয়ে কবরস্থানে প্রবেশ করেন।

এ ব্যাপারে পার্শ্ববর্তী পূর্বগড় (মীর মহল্লা) গ্রামের মাওলানা আহমদ শাহ আবদালী তার ফেসবুক আইডিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট দেন।

এতে তিনি লিখেন, ‘লাশ দাফন করতে গিয়ে সন্ধ্যায় লকডাউনের বাধায় আটকে পড়ি। গতকাল ফজরের নামাজ পড়ে কবর জিয়ারতের উদ্দেশে পুনরায় গিয়ে দেখা যায় আবার বাঁশ বেঁধে রাখা হয়েছে কবরস্থানের রাস্তায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ