Thursday, April 9th, 2020




কনস্টেবল করোনায় আক্রান্ত, মুক্তাগাছা এপিবিএন লকডাউন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে নগরীর এস কে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

ওই কনস্টেবল করোনা পজিটিভ হওয়ায় আজ বুধবার সন্ধ্যায় ৪৩৪ সদস্যসহ মুক্তাগাছা এপিবিএন লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান বলেন, ‘ময়মনসিংহ পিসিআর ল্যাবে বুধবার ৫০ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুজন করোনা পজিটিভ ধরা পড়েন। তারা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএনের একজন কনস্টেবল এবং অপরজন জামালপুর জেলার মাদারগঞ্জের বাসিন্দা।’

ডিসি আরও বলেন, ‘খবরটি নিশ্চিত হওয়ার পর মুক্তাগাছা এপিবিএন লকডাউন করা হয়েছে। পুলিশের ওই কনস্টেবল গত মাসের দিকে ঢাকার (স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন) এসপিবিএন থেকে বদলি হয়ে ময়মনসিংহ এপিবিএনে যোগদান করে। ’

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মসিহুল আলম বলেন, ‘ওই কনস্টেবল নগরীর এস কে হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছে এবং ভালো আছেন।’

বিষয়টি নিয়ে এপিবিএন মুক্তাগাছার অধিনায়ক ও জেলা পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, ‘এপিবিএন পুলিশ কনস্টেবলের সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন। তবে কেন তার করোনা পজিটিভ এসেছে, তা বুঝতে পারছি না। ’

পুনরায় তার রক্ত পরীক্ষা করা প্রয়োজন বলেও মনে করেন পুলিশ সুপার নজরুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ