Tuesday, April 7th, 2020




নেত্রকোনায় দু’জন মৃত্যুর পরই গ্রাম লকডাউন

নেত্রকোনার পূর্বধলায় গত দুই দিনে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে দুইজন মারা যাওয়ার ঘটনায় লকডাউন করেছে পুলিশ। করোনা উপসর্গ কিনা জানতে মৃতের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে করোনার হাত থেকে জেলার পূর্বধলা উপজেলার জুগলী গ্রামকে রক্ষা করতে নিজেদের উদ্যোগে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করে দেয়া হয়েছে।

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে এই গ্রামে বাইরের কোন লোকজনকে ঢুকতে দেয়া হচ্ছে না। এখানে সেনিটাইজেশনের ব্যবস্থা রয়েছে। হাত ধুয়ে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করে ঢুকতে দেয়া হচ্ছে। এছাড়াও গ্রামের অসহায়দের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গ্রামের মানুষ এই উদ্যোগ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ