Sunday, April 5th, 2020




ওসিকে ফোন দিলেই খাদ্যসামগ্রী

চাঁদপুরে করোনাভাইরাস আতঙ্কে ঘরবন্দি মানুষ। কর্মবিহীন অলস সময় কাটানো অসহায় মানুষের পাশে চাঁদপুর মডেল থানার ওসি। ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে খাদ্যসামগ্রী। এক্ষেত্রে ফোন কলদাতাদের পরিচয় গোপন রাখা হবে। রবিবার সকালে চাঁদপুর মডেল থানায় হ্যালো ওসি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ, এসআই রাশেদুজ্জামান প্রমুখ।

চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, মানুষ বিপদে। অনেক পরিবার লজ্জায় খাদ্যসামগ্রী চাইতে পারে না, কাউকে বলতেও পারে না। তাই ফোনের মাধ্যমে ওসিকে জানালে আমাদের পক্ষ থেকে খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। প্রথম দিনে ৬০টি পরিবারে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ