Thursday, March 26th, 2020




পাইকগাছায় চাউলের মূল্য বৃদ্ধির অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা।

পাইকগাছা(খুলনা) সংবাদদাতাঃ-পাইকগাছায় বাঁকা ও কাটিপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ চাল ব্যাবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরাফাতুল আলম। বুধবার বিকালে উপজেলার বাঁকা বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: আরাফাতুল আলমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় তার সাথে সহায়ক কর্মকর্তা হিসাবে ছিলেন উপজেলা স্যনিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল,পেশকার প্রতুল জোয়াদ্দার ও রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও তার সঙ্গীয় ফোর্স।ভ্রাম্যমান আদালত চাউলের দোকানে মূল্য তালিকা না টানানো ও চাউলের দাম বৃদ্ধির অপরাধে দোকানদার মহিবুল্লাহ ১ হাজার,আব্দুল হান্নান ১ হাজার,সৈয়লউদ্দীন ১ হাজার, আব্দুল জলিল ৫শত,রাজ্জাক ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ব্যবসায়ীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা ও লিপলেট বিতরণ করা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেশি না নেয়ার নির্দেশনা সহ মূল্য তালিকা টানানোর পরামর্শ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ