Wednesday, March 25th, 2020




খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে সকালে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। তিনি ৯ মার্চ থেকে জ্বর, কাশিতে ভুগছিলেন।

তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। এ ঘটনায় এক চিকিৎসকসহ ৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ জানান, আক্রান্ত রোগী ৯ মার্চ থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সন্দেহজনক হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তার লাশ সৎকার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ