Wednesday, March 25th, 2020




লক্ষ্মীপুরে আটকা হাজার হাজার মানুষ

লঞ্চ বন্ধ থাকায় লক্ষ্মীপুরে মজু চৌধুরীরহাট লঞ্চঘাটে আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। করোনা ঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা। গতকাল রাত থেকে এখন পর্যন্ত এ ঘাটে আটকা পড়ে আছে লক্ষ্মীপুর-ভোলা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েক জেলার মানুষ।

মজু চৌধুরীরহাট নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ অচিন্ত্য কুমার দে জানান, রাত থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসে কয়েক হাজার যাত্রী। এসব যাত্রীর এ ঘাট থেকে ভোলা-বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার কথা। কিন্তু লঞ্চ বন্ধ থাকায় আটকা পড়েছেন তারা। কিছু যাত্রীকে ফেরী দিয়ে পার করলেও অধিকাংশ যাত্রী এখনো ঘাটে আটকা আছেন। এতে করে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির আশঙ্কাও রয়েছে বলে জানান তিনি। এ ঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ এ নৌ-রুট দিয়ে চলাচল করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, সকাল থেকে চেষ্টা করছি।

যত দ্রুত আটকা পড়া যাত্রীদের পারাপার করার জন্য। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ