Sunday, March 15th, 2020




খুলনায় সাংবাদিক সংস্থার মানবাধিকার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা

অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের উদ্যোগে “মানবাধিকার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

১৫ মার্চ রবিবার দুপুর ১টায় খুলনায় গুলজান সিটির ক্যাফে-ডি-এ্যানটেলিয়া হলরুমে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় প্রেসিডেন্ট সাংবাদিক শেখ মোসলেহ উদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ আবেদ আলী, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব দেওয়ান ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় উপদেষ্টা শরীফ মঞ্জুর শামীম বাবু,
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি এস,এম মফিজুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় আইন উপদেষ্টা অ্যাডভোকেট সফিকুল আলম সুজন, জেলা সভাপতি আরিফুর রহমান মিঠু ও নগর সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ পিকু। (বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ