Sunday, March 8th, 2020




মতলব উত্তরে সরকারি কর্মকর্তাদের সাথে অসাধু আচরণ করলো পাউবোর জায়গা দখলকারী!

আরাফাত আল-আমিন ॥ চাঁদপুরের মতলব উত্তরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দখলীয় জায়গা সরেজমিনে পরিদর্শনে গেলে সরকারি কর্মকর্তাদের সাথে অসাধু আচরণ করে দখলকারী। একে তো সরকারি জায়গা অবৈধভাবে দখল, আবার সরকারি কর্মকর্তাদের সাথেই অসাধু আচরণ! ওই কর্মকর্তাদের অভিযোগ তাদের সাথে খারাপ আচরণসহ গালমন্দও করেছে ঠেটালিয়া গ্রামের মো. আলী আরশাদের ছেলে খোরশেদ আলম প্রধান।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কার্য সহকারী মো. হাবিবুল্লাহ, রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম ও রাজস্ব সার্ভেয়ার তানজিন জানান, ঠেটালিয়া মৌজার ৩৬৯ দাগে কিছু জায়গা অবৈধভাবে দখল হয়ে যায়। স্থানীয় মো. আলী আরশাদ, খোরশেদ আলম প্রধান, মো. মফিজ মোল্লা, আঃ হান্নান মাস্টার, আবু সাইদ মোল্লা গং গত কিছু দিন আগে অবৈধভাবে জায়গা দখল করেছে। নির্বাহী প্রকৌশলীর নির্দেশে সম্প্রতি আমরা ওই জায়গা পরিদর্শনে যাই। সেখানে গিয়ে দখলীয় জায়গা মৌখিকভাবে দখল ছেড়ে দেওয়ার জন্য বললে দখলকারী খোরশেদ আলম আমাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্ব্যবহার করেন। বিষয়টি আমরা উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি।

কার্য সহকারী মো. হাবিবুল্লাহ বলেন, দখলকারী আমার সাে উগ্র ভাষায় কথা বলেছে। আমার মাথার টুপি খুলে ফেলে দিবে। আবার অকথ্য ভাষায় গালমন্দও করেছে। সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তিও বিষয়টি অবগত আছেন।
এ ব্যাপারে কথা বলতে দখলকারী খোরশেদ আলমকে শুক্রবার সকালে সরেজমিনে খোঁজ করলে তিনি সাংবাদিকদের সামনে আসেন নি।

এ ব্যাপারে পাউবোর সুপার ভাইজার মো. সালাউদ্দিন মুঠোফোনে জানান, সরকারি কর্মকর্তাদের সাথে অসাধু আচরণ করা অনৈতিক। যারা এ ধরনের ঘটনা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধতন কর্তৃপক্ষকে সুপারিশ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ