Friday, March 6th, 2020




সরকারি হাসপাতালগুলোতে ১০ হাজার শয্যা প্রস্তুত

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি হাসপাতালগুলোতে ১০ হাজার শয্যা প্রস্তুত রেখেছে সরকার। তারই ধারাবাহিকতায় প্রতি জেলায় ১০০ ও বিভাগীয় শহরগুলোতে কমপক্ষে ৪০০ শয্যা করোনা আক্রান্ত রোগীদের বরাদ্দের জন্য হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জে তাঁতবস্ত্র ও হস্তশিল্প পণ্য মেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় মানিকগঞ্জ প্রেসক্লাব মেলা আয়োজন করে।

মন্ত্রী বলেন, সরকার করোনা ভাইরাস মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। মশার কামড়ের কারণে ডেঙ্গু- করোনাসহ যেকোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবনী মানে বাংলাদেশের ইতিহাস। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। আমরা যা কিছু স্বপ্ন দেখি যা কিছু বাস্তবায়ন করি, সবকিছু বঙ্গবন্ধুর কৃতিত্ব। বঙ্গবন্ধুর স্বপ্ন ও তার চিন্তা চেতনা আমরা আজকে বাস্তবায়ন করছি তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ