Monday, February 24th, 2020




মতলব দক্ষিণে আশ্রয়ন প্রকল্প হস্তান্তর

আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার চর পাথালিয়া আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মাণ কাজ শেষে চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল ২৩ ফেব্রুয়ারি দুপুরে ৩৮ বীর কুমিল্লা সেনানিবাসের মেজর সাদিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের কাছে প্রকল্পের চাবি প্রদান করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে ৩ কোটি টাকা ব্যয়ে ৮ দশমিক ২শত ৫৬ একর ভূমির উপর ৩৮ বীর কুমিল্লা সেনানিবাসের সার্বিক সহযোগিতায় আশ্রয়ন প্রকল্পটি নির্মাণ করেন। এখানে ২৭টি ব্যারাকে ১শত ৩৫টি গৃহহীন পরিবার বসবাসের সুযোগ পাবে। হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপ-সহকারি প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, আ’লীগ নেতা হানিফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, এই প্রকল্পের জন্য অনেক গৃহহীন পরিবার বসবাসের জন্য আবেদন করেছে। তাদের আবেদন যাচাই-বাছাই করে ঘর বরাদ্দ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ