Sunday, February 23rd, 2020




মতলব দক্ষিণে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. আশরাফুল জাহান শাওলিনঃ মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা ২২ ফেব্রুয়ারী বেলা ১১টায় মতলব দক্ষিণ থানায় অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক মোঃ রুহুল আমিন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর প্রধান সমন্বয়কারী স্বপন কুমার আইচ। এ সময় বক্তব্য রাখেন, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক গণেশ ভৌমিক, মতলব প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর প্রচার সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল আল মামুন, সাধারন সম্পাদক মাসুদ পাটোয়ারী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন কমিটি পুলিশিং এর সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সাধারন সম্পাদক আবুল খায়ের, খাদেরগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি নজরুল ইসলাম ঢালী, উপাদী উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক,স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফুল জাহান শাওলিন সহ প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিংকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে।

বিশেষ করে, তৃনমূল পর্যায়ের সাধারন মানুষ যাতে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আইনী সহায়তা পায়, সেজন্য প্রত্যেকটি ইউনিয়নে মতবিনিময়সভা করে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। পুলিশ সাধারন মানুষের বন্ধু। এ কারনেই জনতাই পুলিশ, পুলিশই জনতা। এ স্লোগানকে বাস্তবায়ন করতে হবে। এজন্য সকলের সহযোগীতা চাই।

তিনি আরো বলেন, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিং এর প্রত্যেকটি কমিটির নেতৃবৃন্দদেরকে এক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ