Sunday, February 23rd, 2020




আলফাডাঙ্গাতে শতভাগ ক্লিন কুকিং করনীয় সেমিনার

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ সাশ্রয়ে জ্বালানী সমৃদ্ধ আগামী উন্নত চুলা উন্নত জীবন ২০৩০ সালের মধ্যে শতভাগ ক্লিন কুকিং অর্জনে করণীয় সেমিনার গত শনিবার উপজেলা হল রুমে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে সভাপতি বলেন, এই চুলা জ্বালানি সাশ্রয়, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু বান্ধব চুলা, পরিবার দেশ ও বিশ্বের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। স্বাধীনতার পঞ্চাশ বছর ও জাতীর পিতার বঙ্গন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষির্কী তে ২০২১ সালের মধ্যে অর্ধেক ব্যবহারকারীদের উপজেলাতে ধূয়া মুক্ত পরিবেশ বান্ধব ও জ্বালানী সাশ্রয়ী চুলা স্থাপনে ব্যবহারের নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ সহ সকলকে নিয়ে কাজ করবো। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান পরিচালনায় মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়াল আকন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জাতীয় সংসদ সদস্য ফদিরপুর -১ মনজুর হোসেন । সদস্য যুগ্ম সচিব প্রকল্প পরিচালক মডারেটর সালিমা জাহান, উপজেলা নির্বাহী প্রকৌশলী রাহাত ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ,কে,এম জাহিদুল হাসান জাহিদ, ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন সাংবাদিক চেয়ারম্যান সুধিজন উপস্থিত ছিলেন। আয়োজনে হার্ড সহল্ড এনার্জি প্ল্যাট ফরম প্রোগ্রাম ইন বাংলাদেশ, ¯্রডো বিদ্যুৎ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ