Monday, February 17th, 2020




এক ছাতার নিচে পল্লী বিদ্যুৎ-এর সকল পরিসেবা

দেশে প্রথমবারের মত ব্রাহ্মণবাড়িয়ায় এক ছাতার নিচে পল্লী বিদ্যুৎ-এর সকল পরিসেবা কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে এ কার্যক্রম শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সেবা প্রদান অনুষ্ঠানে ১০টি সেবার কার্যক্রম নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, আগামি জুন মাসের মধ্যে জেলার সবকটি গ্রামে বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে মিটার বিল গ্রহণ, বকেয়া আদায়, লাইন মেরামতসহ সকল সমস্যার তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়। এতে অর্ধশতাধিত কর্মকর্তাসহ বিদ্যুৎকর্মীরা দায়িত্ব পালন করেন। মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরে সব মাসের ১৭ তারিখ পল্লী বিদ্যুতের বর্ণাঢ্য কর্মসূচী চলবে। গ্রামে বসে বিদ্যুতের এমন বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ায় খুশি গ্রামবাসীরা।

সেবা প্রদান অনুষ্ঠানে জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শাহজাহান তালুকাদার, নির্বাহী প্রকৌশলী কার্তিক দে, ইউপি চেয়ারম্যান আবু সামা, পল্লী বিদ্যুতের এজিএম নূরে আলম, সৈকত বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ