Sunday, February 16th, 2020




পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল- কৃষিমন্ত্রী

এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, অর্থনৈতিক সকল ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা সারা পৃথিবীতে প্রশংসিত। আর সে কারনেই বাংলাদেশ সারা পৃথিবীতে আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে এ বিশাল জনসভার আয়োজন করা হয়।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, আজকের এই জনসভাটি মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা সব সময় বলে আসছি আপনারা ২০০৮ সালে শেখ হাসিনাকে বিপুল ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন। সেদিন আমরা জাতির সামনে নির্বাচনী ইশতেহার দিনবদলের সনদ উপস্থাপন করেছিলাম। সেদিন জাতির সামনে আমরা প্রতিশ্র“তি দিয়েছিলাম বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত করবো। সেদিন আমরা আরও প্রতিশ্র“তি দিয়েছিলাম রাস্তা-ঘাট, বন্দর, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নয়ন নিয়ে আসবো। আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বি.এম মোজাম্মেল হক, শফিউল আলম চৌধুরী নাদেল ও মির্জা আজম এমপি, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা প্রমুখ। জনসভায় জামালপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন। জনসভার সঞ্চালনা করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ