Wednesday, February 12th, 2020




অবৈধ অস্ত্র ও গোলাসহ ৬ ডাকাত আটক করেছে কোস্ট গার্ড

নোয়াখালীর হাতিয়া থানাধীন মেঘনা নদীর উড়ির চর নামক এলাকা হতে বুধবার ১২ ফেব্রুয়ারি কুখ্যাত ডাকাত সোলেমান বাহিনীর ০৬ জন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। গত ১১ ফেব্রুয়ারি উক্ত ডাকাত বাহিনী বোট ডাকাতি করে ০২ জন সাধারণ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। পরবর্তীতে বুধবার উক্ত এলাকায় রাত্রীকালীন টহলরত কোস্ট গার্ডের টহল দল একটি অভিযান পরিচালনা করে।

অভিযানে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অর্ন্তগত বিসিজি স্টেশান হাতিয়া থেকে লেঃ বিশ্বজিৎ বড়ুয়া, (এক্স), বিএন এর নেতৃত্ব দেওয়া আভিযানিক দলটি নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন আজহার মেম্বার ঘাট সংলগ্ন এলাকায় একটি বোটে হতে ০৬ জন সক্রিয় ডাকাত সদ্যসকে আটক এবং ০২ জন অপহৃত জেলেকে উদ্ধার করে। আটককৃত ডাকাত দলের কাছ থেকে ০২ টি দেশীয় একনলা বন্দুক, ০৬ রাউন্ড তাজা গুলি, ০৫টি পাইরোটেকনিক, ২০টি পটকা, ০৫টি চাকু, ০৬ পাতা ঘুমের ঔষধ, ০৫ টি মোবাইল ফোন ও নগদ ২৩৩২ জব্দ করা হয়। পরবর্তীতে অস্ত্র, গুলি, মোবাইল ও নগদ টাকা সহ ডাকাতদের এবং উদ্ধারকৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হাতিয়া থানায় সোপর্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি মেঘনা নদীতে জলদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ