Monday, February 3rd, 2020




ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মায়েরও মৃত্যু

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার দুপুরে কাহালু রেল স্টেশনের অদূরে বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম(৫২) ও তার ছেলে রাজ বাবু (২৭)।

স্থানীয় বাসিন্দারা জানায়, ফেলানী বেগম কাহালু রেলওয়ে স্টেশনর অদূরে বটতলায় রেল লাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রি করেন।

দুপুর পৌনে দুইটার দিকে ঢাকাগামী লালমনী এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে রাজ বাবু আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান।

এ সময় তার মা বিষয়টি জেনে ছেলেকে বাঁচাতে গেলে দু’জনই ট্রেনে কাটা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে মারা যান। পরে কাহালু থানা-পুলিশ নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, সাগাটিয়া গ্রামের লোকজন পুলিশকে জানিয়েছে রাজ বাবু মানসিক ভারসাম্যহীন ছিলেন। হঠাৎ করেই তিনি সোমবার দুপুরে আত্মহত্যা করতে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান।

এ সময় মা তার ছেলেকে বাঁচাতে গিয়ে দু’জনই নিহত হয়েছেন। দু’জনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তারা ওই পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ