Sunday, January 12th, 2020




সারিয়াকান্দিতে ৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিক্তি প্রস্থর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবীদ আব্দুল মান্নান।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অরুনাংশু কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত নিয়াজুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ