Friday, January 10th, 2020




নতুন সময়ে চলছে সিলেট রুটে ট্রেন

সিলেট: পরিবর্তিত সময়ে সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) নতুন সময় মেনে সিলেটে এসেছে ঢাকা রুটে চলাচল করা পারাবত এক্সপ্রেস। অন্য ট্রেনগুলোও নতুন সময়ে সিলেট থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আতাউর রহমান বলেন, আগে ঢাকা থেকে সকাল ৬টা ৩৫ মিনিটে ছেড়ে আসতো আন্তঃনগর পারাবত এক্সপ্রেস। শুক্রবার থেকে নতুন সময় ৬টা ২০ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে এবং গন্তব্যে পৌঁছায় দুপুর ১টা ১৫ মিনিটে। পুরনো সময়ের চেয়ে ১৫ মিনিট আগে ছেড়ে এলেও বিলম্বে সিলেট এসে পৌঁছায় ট্রেনটি। ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল ৩টা ৪৫ মিনিটে।

এছাড়া এদিন সকালে ঢাকা রুটে চলাচল করা সিলেট থেকে আন্তঃনগর কালনী এক্সপ্রেস সকাল ৭টার পরিবর্তে ৬টা ২০ মিনিটে এবং আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে গেছে।

সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ছাড়বে বিকেল ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৪০ মিনিটে, ঢাকার উদ্দেশ্যে উপবন রাত ১০টার পরিবর্তে ১১টায় ছেড়ে যাবে। এছাড়া সিলেট থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী পাহাড়িকা এক্সপ্রেস সময় অপরিবর্তিত রেখে সকাল ১০টা ২০ মিনিটে সিলেট ছেড়ে গেছে। অবশ্য শুক্রবার দেরিতে পৌঁছায় ট্রেনটি বিলম্বে স্টেশন ছাড়ে বলে জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ