Sunday, January 5th, 2020




৪০ হাজার টাকায় বিক্রি হলো বাঘাইড়

নাটোরের লালপুর উপজেলায় পদ্মায় ‘৪০ কেজি’ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

মাছটি পরে এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন।

লালপুর উপজেলার পাথরঘাট এলাকার জেলে লালন প্রমাণিক বলেন, তিনি পদ্মার পাথরঘাট এলাকায় জাল পেতেছিলেন। রোববার ভোরে তার জালে মাছটি ধরা পড়ে।

“মাছটির ওজন ৪০ কেজি। বাজারে নিয়ে গেলে আড়তদার সাইদুল ইসলাম ৩৭ হাজার টাকায় কিনে নেন।”

লালন প্রায় ২০ বছর ধরে পদ্মায় মাছ ধরেন জানিয়ে বলেন, এর আগে কখনও এত বড় মাছ তার জালে পড়েনি।

“মাছটি খেতে না পারায় দুঃখ পেয়েছি। তবে বিক্রি করে একবারে অনেক টাকা পাওয়ায় খুশি হয়েছি।”

আড়তদার সাইদুল বলেন, মাছটি ৩৭ হাজার টাকায় কেনার পর তিনি মোবাইল ফোনে অনেক ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন।

“শেষ পর্যন্ত জেলার বড়াইগ্রাম উপজেলার মৌখড়া এলাকার সোনা ব্যবসায়ী মোজাম্মেল হক মাছটি এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় আড়ত থেকে কিনে নিয়ে যান।”

মাছ কিনতে পেরে মোজাম্মেল হকও খুশি হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

মোজাম্মেল বলেন, “বড় বাঘাইড় মাছের স্বাদ অনেক। তাই দামের দিকে না তাকিয়ে মাছটি কিনেছি। এতেই আমি খুশি।”

মাছটি বাজারে ওঠার পর শত শত মানুষ দেখার জন্য ভিড় করে। ছবি তোলে অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ