Thursday, December 26th, 2019




জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু পূর্ব ট্রেন চলাচল বন্ধ

জামালপুরে বঙ্গবন্ধু সেতুগামী ২৫৩নং আপ সাধারণ যাত্রীবাহী লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত ১২টার দিকে জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে করে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৫৩নং আপ সাধারণ যাত্রীবাহী ট্রেনটি বুধবার রাত ১১টা ৪৭ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের দিকে যাত্রা করে। জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যাল অতিক্রম করার পর রাত ১২টার দিকে ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিন নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

কিন্তু ট্রেনটির চালক টের না পাওয়ায় ওই অবস্থাতেই ট্রেনটির চাকা ছেচড়ে ছেচড়ে সামনের দিকে যাচ্ছিল। চাকা ছেচড়ে যাওয়ার শব্দ ও ট্রেনের অস্বাভাবিক ঝাকুনি টের পেয়ে ট্রেনে কর্তব্যরত রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত চালককে জানান। পরে চালক ট্রেন থামান। আকস্মিক শব্দ ও ঝাকুনিতে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে দ্রুত নিরাপদে নেমে যান। এ দুর্ঘটনার ফলে কোনো যাত্রী আহত হয়নি।

ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী ভোররাতের আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনসহ জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন পর্যন্ত সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেনসহ উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ