Tuesday, December 10th, 2019




ফরদিপুররে বোয়ালমারী ছোলনা সালাময়িা মাদ্রাসার বরিুদ্ধে নানামুখী ষড়যন্ত্ররে অভযিোগ, ক্ষুব্দ এলাকাবাসী

খন্দকার আব্দুল্লাহঃ ফরদিপুররে বোয়ালমারীতে অবস্থতি এতদাঅঞ্চলরে জনপ্রয়ি ইসলামী শক্ষিা প্রতষ্ঠিান ছোলনা সালাময়িা এতমিখানা ও মাদ্রাসার র্কাযক্রম নয়িে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে বলে অভযিোগ উঠছে।ে এ মহলটি মাদ্রাসার পরচিালনা র্পযদরে বরিুদ্ধে নানা অপপ্রচার চালানোর পাশাপাশি মাদ্রাসার একটি দ্বতিল ভবনরে নামকরন নয়িওে মথ্যিা অপপ্রচার চালাচ্ছ।ে স্থানীয়দরে অভযিোগ, মাদ্রাসার সাবকে সম্পাদক ও শক্ষিক হাফজে মোঃ হাসমত আলীকে র্দুনীতরি কারনে বরখাস্ত করা হয়। হাসমত আলীকে বরখাস্তরে পর পরই একটি মহলরে প্ররোচনায় মাদ্রাসার পরচিালনা র্পযদরে বরিুদ্ধে অপপ্রচার শুরু হয়। এরই ধারাবাহকিতায় মাদ্রাসার র্সাবকি দখেভাল ও অনুদান দয়ো ব্যক্তদিরে বরিুদ্ধে নানা মথ্যিাচার শুরু করে কুচক্রি মহলট।ি এ মহলটি মাদ্রাসার দ্বতিল ভবন করে দয়ো পরচিালনা র্পযদরে সহ-সভাপতি গয়িাসউদ্দনি বনেু ও অন্যতম সদস্য শামসুদ্দনি ময়িা ঝুনুর মরহুম পতিার নামে মথ্যিা ও অবান্তর কথা বলে রাজনতৈকি ভাবে ফায়দা হাসলিরে চষ্টো চালাচ্ছ।ে খোঁজ নয়িে জানা গছে,ে মাদ্রাসার দ্বতিল ভবনটরি নামকরন করা হয় আব্দুস সামাদ ময়িার নাম।ে ভবনটি নর্মিানরে সমস্ত র্অথরে যোগানদাতা মরহুম আব্দুস সামাদ ময়িার দুই ছলেে বনেু ও ঝুনু।

মাদ্রাসা থকেে বহস্কিৃত সাবকে সাধারন সম্পাদকরে যোগসাজসে প্রভাবশালী একটি মহল মাদ্রাসার সুনামকে বনিষ্ট করতে নানাভাবে পাঁয়তারা চালাচ্ছ।ে এরই অংশ হসিাবে তারা মাদ্রাসার র্বতমান ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রধান শক্ষিক মোঃ আবদুল মতনিকে বভিন্নি ভাবে ভয়ভীতি দখেয়িে মাদ্রাসা থকেে সরে যতেে বল।ে কন্তিু তাতে কাজ না হওয়ায় একাধকি বার সন্ত্রাসী ললেয়িে দয়িে হুমকি প্রদান কর।ে এছাড়া হত্যারও হুমকি দয়ো হয়। এ নয়িে বোয়ালমারী থানায় একাধকি জডিি করনে র্বতমান সাধারন সম্পাদক মোঃ আবদুল মতনি। অভযিোগ উঠছে,ে মাদ্রাসার বরখাস্ত হওয়া সাবকে সাধারন সম্পাদক মোঃ হাসমত আলী চাকুরীকালীন সময়ে মাদ্রাসার রজেুলশেন খাতা, ক্যাশ খাতা, এতমিখানার দললিসহ মূল্যবান মালামাল নয়িে যায়। বষিয়টি নয়িে সাবকে সাধারন সম্পাদককে একাধকিবার চঠিি দয়িে তা ফরেত চান মাদ্রসার পরচিালনা কমটিরি সভাপতি শাহ সাইয়দে মুরাদুল্লাহ আহমাদ। কন্তিু এখন র্পযন্ত প্রয়োজনীয় কাগজপত্র মাদ্রাসা কতৃপক্ষকে বুঝয়িে দয়ো হয়নি বলে অভযিোগ উঠছে।ে খোঁজ নয়িে জানা গছে,ে সাবকে সাধারন সম্পাদক হাফজে মোঃ হাসমত আলী মাদ্রাসা ও এতমিখানার ৬ লাখ টাকা আত্মসাত করছেনে বলে অভযিোগ উঠ।ে এরই প্রক্ষেতিে বগিত ২০১৮ সালরে ২৫ নভম্বের মাদ্রাসায় তদন্তে যায় উপজলো সমাজসবো অফসিার। সরজেমনিে গয়িে বোয়ালমারী উপজলো সমাজসবো অফসিার হাসমত আলীর কাছে ৬ লাখ টাকা হস্তমজুত পান। এছাড়া তার বরিুদ্ধে এতমিখানা-মাদ্রাসার দান এবং অনুদানরে টাকা নজিে উঠয়িে নয়িে ভোগ করনে। জলো সমাজসবো র্কাযালয়রে উপ পরচিালক এ এস এম আলী আহসান মাদ্রাসার সভাপতি বরাবরে পাঠানো এক চঠিতিে হাসমত আলীকে অনয়িম ও র্দুনীতরি দায়ে তার পদ থকেে বরখাস্তরে নর্দিশে প্রদান করনে। জলো সমাজসবো র্কাযালয় থকেে পাঠানো চঠিতিে বলা হয়, হাফজে মোঃ হাসমত আলীর বরিুদ্ধে আনা অভযিোগরে সত্যতা পাওয়া গছে।ে এ নয়িে হাফজে মোঃ হাসমত আলীকে এ বষিয়ে সন্তোষজনক জবাব দবোর জন্য চঠিি দয়ো হয়। সে প্রক্ষেতিে গত ২০১৯ সালরে ২২ জানুয়ারি তনিি জবাবপত্র দাখলি করনে। সখোনে তনিি ৬ লাখ টাকার মধ্যে ২ লাখ টাকা ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখায় এবং অবশষ্টি ৪ লাখ টাকা সংশ্লষ্টি প্রতষ্ঠিানরে ব্যাংক হসিাবে জমা দনেন।ি এমতাবস্থায় অভযিোগকারীদরে লখিতি বক্তব্য এবং উপজলো সমাজসবো অফসিাররে তদন্ত প্রতবিদেনে হাফজে মোঃ হাসমত আলীর বরিুদ্ধে অনয়িমরে সত্যতা পাওয়া যায়। ফলে স্বচ্ছোসবেী সমাজকল্যান সংস্থা সমূহ (রজেষ্ট্রিশেন ও নয়িন্ত্রণ) অধ্যাদশে ১৯৬১ অনুচ্ছদে নং-৯নং ধারা এবং প্রতষ্ঠিানরে গঠনতন্ত্ররে ১৩ ধারা মোতাবকে হাফজে মোঃ হাসমত আলীকে তার পদ থকেে ৭ দনিরে মধ্যে বরখাস্তরে নদির্শেক্রমে অনুরোধ করা হলো। মাদ্রাসা ও এতমিখানা থকেে অপসারন হবার পর নানা ষড়যন্ত্রে মতেে উঠনে হাফজে হাসমত আলী এমন অভযিোগ করনে স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা পরচিালনা কমটিরি সদস্যরা। ষড়যন্ত্ররে অংশ হসিাবে মাদ্রাসার সুনাম ও শক্ষিার পরবিশে নষ্ট করতে একরে পর এক মথ্যিা প্রচারনা চালয়িে যাচ্ছে একটি মহল। এই মহলটি এলাকার বশিষ্টি সমাজসবেক ও মাদ্রাসার প্রতষ্ঠিাকালীনদরে মধ্যে অন্যতম মরহুম মোঃ আব্দুস সামাদ ময়িার বরিুদ্ধে মথ্যিা ও উদ্দশ্যেমূলকভাবে অপপ্রচার শুরু কর।ে স্বাধীনতা সংগ্রামে আব্দুস সামাদ ময়িার বর্তিকতি ভুমকিা ছলি তা প্রচার চালানো হচ্ছ।ে ফলে স্থানীয়দরে মাঝে ব্যাপক ক্ষোভরে সৃষ্টি হয়ছে।ে স্থানীয়রা জানান, র্দুনীতরি সাথে জড়তি থাকার কারনে সাবকে সাধারন সম্পাদককে মাদ্রাসা থকেে বতিারতি করার পরই একটি মহল নানামুখী ষড়যন্ত্র করে আসছ।ে এরই ধারাবাহকিতায় মাদ্রাসা প্রতষ্ঠিাকালীন সময়রে অন্যতম দাতা আব্দুস সামাদ ময়িার বরিুদ্ধে মথ্যিা অভযিোগ এনে এলাকার পরবিশে অশান্ত করার পাঁয়তারা চালানো হচ্ছ।ে স্থানীয় কয়কেজন মুক্তযিোদ্ধা ও বয়স্ক ব্যক্তদিরে সাথে আলাপকালে জানা গছে,ে মহান মুক্তযিুদ্ধে বোয়ালমারীতে যারা স্বাধীনতা বরিোধী ছলি তার মধ্যে আব্দুস সামাদরে কোন সংশ্লষ্টিতা পাওয়া যায়ন।ি বরং তনিি স্থানীয় হন্দিুদরে নানাভাবে সহায়তা করছেনে। তাছাড়া স্বাধীনতা বরিোধী কোন র্কমকান্ডরে সাথে আব্দুস সামাদ ময়িা জড়তি ছলিনে তার কোন প্রমানও পাওয়া যায়না। স্থানীয়রা জানান, শুধু বোয়ালমারীই নয়, গোটা জলোজুড়ে ইসলামী দ্বনিী শক্ষিায় ছোলনা সালাময়িা মাদ্রাসা ও এতমিখানার সুনাম রয়ছে।ে এই শক্ষিা প্রতষ্ঠিানটকিে বর্তিকতি করতে উঠে পড়ে লগেছেে বশেকছিু ব্যক্ত।ি তারা নানাভাবে রাজনতৈকি রং লাগয়িে প্রতষ্ঠিানটকিে ক্ষতগ্রিস্থ করার মশিনে নমেছে।ে
মাদ্রাসার অন্যতম সদস্য শামসুদ্দনি ময়িা ঝুনু বলনে, একটি মহল মাদ্রাসাটি নয়িে গভীর ষড়যন্ত্রে মতেে উঠছে।ে এ মহলটি আমার মরহুম পতিাকে নয়িে আজবোজে কথা বলে বড়োচ্ছ।ে আমার পতিা এ অঞ্চলরে একজন সজ্জন ব্যক্তি হসিাবে পরচিতি ছলিনে। এলাকার বভিন্নি শক্ষিা প্রতষ্ঠিান তার হাত দয়িে গড়ে উঠছে।ে তনিি সব সময় মানুষকে সহযোগীতা করতে ভালবাসতনে। তার নামে এলাকায় কোন বদনাম নইে। অথচ মাদ্রাসা থকেে বহস্কিৃত হবার পর হাফজে মোঃ হামসত আলীর প্ররোচনায় একটি বশিষে মহল আমার মরহুম পতিাকে নয়িে নানা মথ্যিাচার করছ।ে তাদরে এই মথ্যিাচাররে কারনে এলাকার মানুষরে মাঝে তীব্র ক্ষোভরে সৃষ্টি হয়ছে।ে যারা মথ্যিা অপপ্রচার করছে তাদরে বরিুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হব।ে তনিি বলনে, ছোলনা সালাময়িা মাদ্রাসা ও এতমিখানার প্রতষ্ঠিাকালীন সময় থকেে তাদরে পরবিাররে বশিষে অবদান রয়ছে।ে মাদ্রাসার যাবতীয় দখেভাল তাদরে পরবিার সবসময় করে আসছ,ে এখনও করছ।ে মাদ্রাসা ও এতমিখানার শক্ষর্িাথীদরে পড়ালখোসহ বভিন্নি সুবধিা দয়ো হচ্ছে তাদরে পরবিাররে পক্ষ থকে।ে মাদ্রাসার ভবন নর্মিানও করা হয়ছেে তাদরে পরবিাররে র্আথকি অনুদান।ে একটি মহল মাদ্রাসার পরবিশে নষ্ট করতে এবং তাদরে পারবিারকি সুনাম বনিষ্ট করতইে মথ্যিা অপপ্রচার চালাচ্ছ।ে এ বষিয়ে মাদ্রাসার সাবকে সাধারন সম্পাদক হাফজে মোঃ হাসমত আলী বলনে, আমাকে মথ্যিা অপবাদ দয়িে মাদ্রাসা থকেে বরখাস্ত করা হয়ছে।ে এ নয়িে আদালতে একটি মামলা করা হয়ছে।ে মামলাটি চলমান রয়ছে।ে মাদ্রাসার বরিুদ্ধে নানামুখী ষড়যন্ত্ররে কথা অস্বীকার করে তনিি বলনে, আমি কোন ষড়যন্ত্ররে সাথে জড়তি নই। আমার বরিুদ্ধে দুইটি মামলা দয়ো হয়ছেে সইে মামলা নয়িইে আমি নানা ঝামলোয় রয়ছে।ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ