Sunday, December 1st, 2019




গাড়িতে তেল না পেয়ে পাম্প থেকে ফিরলেন এমপি

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বহনকারী গাড়িতে জ্বালানি (ডিজেল) দেননি পেট্রল পাম্প শ্রমিকরা। রোববার (০১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঠাকুরগাঁও সফর শেষে রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এমপি রমেশ চন্দ্র সেন। তাকে বহনকারী গাড়ি দুটি শহরের চৌধুরী ফিলিং স্টেশনে ডিজেল নেয়ার জন্য গেলে জ্বালানি না দিয়েই ফিরিয়ে দেন পাম্পে কর্মরত শ্রমিকরা। এ সময় গাড়িতে বসা ছিলেন এমপি রমেশ চন্দ্র সেন।

এমপির গাড়িতে ডিজেল না দেয়ার কারণ জানতে চাইলে পাম্পে কর্মরত শ্রমিক অটল রায় বলেন, পেট্রল পাম্প মালিকের নির্দেশে সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছি আমরা। শুধু এমপি নন, কোনো গাড়িতেই জ্বালানি দিচ্ছি না।

বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁওয়ের সভাপতি এনামুল হক নয়া বলেন, ইতোপূর্বে সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবায়ন করেনি। এবার ১৫ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি চলবে।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রল পাম্প শ্রমিকদের ধর্মঘট শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েন জ্বালানি ব্যবহারকারীরা। জ্বালানি নিতে এসে খালি নিয়ে ফিরে গেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ