Saturday, November 30th, 2019




সারিয়াকান্দিতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন দোকান থেকে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ পূর্বক আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

সরকার “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫” ও সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করেছেন।

উক্ত আইনের ধারা- ৫ অনুসারে, “ধূমপান ও তামাকজাত দ্রব্যের সকল ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


এরই ধারাবাহিকতায় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এ.কে.এম আজিজুল কবির (রিপন) সারিয়য়াকান্দি কালিতলা গ্রোয়েন বাধ এলাকায় বিভিন্ন দোকানে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন অপসারণসহ দোকানীদেরও সতর্ক করে দেয়। পরে অপসারিত বিজ্ঞাপন সামগ্রী একত্রিত করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা এহেন কার্যক্রমে সহযোগিতামূলক আচরণের মাধ্যমে গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ