Friday, November 22nd, 2019




মতলব উত্তরে মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আরাফাত আল-আমিন ॥ চাঁদপুরের মতলব উত্তরে আমিরাবাদে মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ গাজীর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজার মসজিদ সংলগ্ন ঈদগাঁহ মাঠে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদার গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভুইয়া।

জানাযা শেষে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম অবসরপ্রাপ্ত সার্জেন্ট মরহুম আলী আহম্মেদ গাজীকে গার্ড অব অনার জানানো হয়। সমাজ সেবক গাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মরহুমের বড় সন্তান গাজী গোলাম মোস্তফা সুমন, ক্যাপ্টেন (অবঃ) আফজাল হোসেন গাজী, প্রফেসর জাকির হোসেন জামাল, আমিরাবাদ বাজার কমিটির সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গাজী কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা মুজাম্মেল হক, বিশষ্ট ব্যবসায়ী কাজল তপাদার, সাংবাদিক শামসুজ্জামান ডলার, সমাজসেবক নান্নু গাজী, চরকারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন প্রমুখ। জানাযা পড়ান ও বিশেষ দোয়া পরিচালনা করেন মরহুমের জামাতা মাওলানা বোরহান উদ্দিন। জানাযায় স্থানীয় ও দুর দুরান্ত থেকে অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দু’দফা গার্ড অব অনারের পর অবসরপ্রাপ্ত সার্জন মুক্তিযোদ্ধা মরহুম আলী আহম্মেদ গাজীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ