Saturday, September 7th, 2019




সাপাহারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাককে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হয়েছে। শনিবার দুুপুর ২টায় গার্ড অফ অনার শেষে রাষ্ট্রিয় মর্যদায় তাকে তার পারিবাকি কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ১৯৭১সালে দেশমাতৃকার টানে মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘ ৩০বছর যাবত সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে কমান্ডারের দায়িত্ব পালন ও দীর্ঘ ৪০বছর যাবত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে অবসরে যান। বার্ধক্য ও হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শুক্রবার দিবাগত রাত্রি সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ইন্না…..রাজিউন। মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৬৮বছর। মৃত্যুর পর তিনি স্ত্রী, ৩ছেলে, ১মেয়ে, নাতী, নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজের পূর্বে সাপাহার উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো: সবুর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মরহুম মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের কফিনে ফুলের তোড়া দিয়ে শেষ বিদায় জানায় এবং নওগাঁ জেলা পুলিশের একটি বিশেষ দল মরহুমকে রাষ্ট্রিয় মর্যদায় সালাম ও গার্ড অফ অনার প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ