Thursday, September 5th, 2019




বগুড়ার সারিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও অপরাধ নির্মূল সচেতনতা মূলক আলোচনা সভা

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নির্মূল সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কুতুবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে এ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আল-আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঁঞা বিপিএম বার। জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে আলী আশরাফ ভুঁইয়া বলেন,‘জনগণের প্রতি অনুরোধ, সবাই ডেঙ্গু মশা নিধনে ও বিভিন্ন অপরাধ নির্মূলে এগিয়ে আসুন। প্রত্যেকের বাড়ি, বাড়ির আঙ্গিনা, ফুলের টপ শুকনা রাখুন। খেয়াল রাখবেন যেন পানি জমতে না পারে। যেন এডিস মশা বাড়তে না পারে। এবং যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তারা যত শক্তিশালীই হোক, আইনের আওতায় তাদের আসতেই হবে। আমরা সবার শতভাগ সহযোগিতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের ডেঙ্গু দমন সংক্রান্ত একটি হেল্প ডেস্ক আছে। যদি কেউ মনে করেন যে, তার এলাকায় মশার উপদ্রব বাড়ছে, অথবা ঠিক মতো মশা নিধন অভিযান পরিচালিত হয়নি, তখন আমাদের হেল্প ডেস্ককে অবহিত করলে আমরা ওই এলাকায় আবার মেশিন পাঠিয়ে দিব। যতোদিন পর্যন্ত মশার উপদ্রব শেষ না হচ্ছে, আমরা অভিযান চালাবো।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, চন্দনবাইশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বগুড়া জেলা পরিষদের সদস্য আনছার আলী মাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ