Thursday, September 5th, 2019




সারিয়াকান্দিতে ওয়ার্ডভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি’র মৌলিক প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরণ

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ শান্তি শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তাই সর্বত্র আমরা এই স্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে ওয়ার্ড ভিত্তিক অস্ত্রবিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ১০দিনের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারিয়াকান্দি শহীদ মুন্ট বিদ্যালয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ।উক্ত প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষিকা মরিয়ম বেগম, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার আঙ্গুলী বেগম, দলনেতা-দলনেত্রী, সাংবাদিক পাভেল মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ