Sunday, September 1st, 2019




ঠাকুরগাঁওয়ে চা শিল্পের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চা শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যত পরিকল্পনা এবং করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রি কতৃপক্ষ। রবিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন, গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রি লিমিটেড ব্রেন্ডিং নাম সুলতান টি এর ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু।

তিনি বলেন, দুটি পাতা একটি কুড়ি সহ কচি পাতা সরবরাহ করবে এমন চুক্তি হয় চাষিদের সাথে। কিন্তু তারা চুক্তি অনুযায়ী চা পাতা না দিয়ে চা তৈরি অনুপযুক্ত আট থেকে দশ পাতা সরবরাহ করে। এতে কোম্পনীটি চায়ের বাজারে প্রতিযোগিতায় গিয়ে মোটা অংকের লোকসানে পড়ছে। ইতোমধ্যে তার চা কোম্পানী থেকে শতাধিক কমর্ী ছাটইও করতে হয়েছে বলে জানান তিনি। তাই চাষিদের চুক্তি অনুয়ায়ী তিনপাতা এক কুড়ি কচি পাতা সরবরাহ করার আহবান জানান তিনি। এ সময় বাংলাদেশ টি ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হাসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ