Sunday, September 1st, 2019




সিলেটের জকিগঞ্জ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, এ ছাড়া জনসাধারণকে সতর্ক থাকতে প্রচার

ভারতের আসামে কথিত ‘বিদেশি’ তাড়াতে নাগরিক তালিকা যাচাই-বাছাই করে জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সে দেশের সরকার। এতে প্রায় ১৯ লাখ মানুষ এখনো নিজেদের ভারতীয় বলে প্রমাণ করতে পারেনি। এদের মধ্যে প্রায় ১১ লাখ হিন্দু ধর্মাবলম্বী বাঙালি, ছয় লাখ মুসলমান। বাকি দুই লাখের মধ্যে আছে বিহারি, নেপালি, লেপচা, ও নানা পাহাড়ি জনগোষ্ঠী। ভারতের নাগরিক তালিকা থেকে বাদ পড়া ভারতীয়রা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এর মধ্যে আসাম সংলগ্ন সিলেটের জকিগঞ্জ সীমান্তে বাড়তি নজরদারি করা হচ্ছে।

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, ভারতের আসামে এনআরসি প্রকাশের পর সিলেটের জকিগঞ্জ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া জনসাধারণকে সতর্ক থাকতে মসজিদে মসজিদে প্রচার করা হয়েছে বিষয়টি।

নাগরিক তালিকা থেকে বাদ পড়া ভারতীয়রা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, তাই নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। সিলেটের অন্যান্য সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী সতর্ক থাকলেও জকিগঞ্জের সঙ্গে আসামের সংযোগ থাকায় এ সীমান্তে নজরদারি সবচেয়ে বেশি বাড়িয়েছে বিজিবি। বিজিবি জকিগঞ্জ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম বলেন, ‘আমরা সীমান্তে সতর্ক থাকতে নির্দেশনা পেয়েছি। শুক্রবার বিষয়টি জকিগঞ্জ সীমান্তের মসজিদে মসজিদে প্রচার করা হয়েছে।’

বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ হোসেন বলেন, ‘আসাম ইস্যুতে শঙ্কিত হওয়ার মতো কিছু দেখছি না। আমাদের সীমান্তে ওই রকমভাবে নিরাপত্তা জোরদার করার কোনো নির্দেশনা আসেনি কিংবা অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়নি। তবে আমরা যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ