Tuesday, August 27th, 2019




কুড়িগ্রামে পুষ্টির উপর পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামে মা ও শিশুর পুষ্টির উন্নয়ন শীর্ষক পারস্পারিক শিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম টেরেডেস হোমস সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, সহকারি কমিশনার ফাতেমা খাতুন, ইকো-কোঅপারেশনের অপারেশন লিড মোস্তফা নূরুল ইসলাম রেজা, আরডিআরএস বাংলাদেশ’র ডিপার্টমেন্ট এন্ড কোয়ালিটি’র হেড অব প্রোগ্রাম মো: আব্দুর রহমান প্রমুখ।

ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় ইকো কোঅপারেশন ও আরডিআরএস বাংলাদেশ যৌথভাবে সংঘ (সাসটেইনড অপরচুনিটিজ ফর নিউট্রেশন গভার্নেস) প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ১৮টি ইউনিয়নে মা ও শিশুদের পুষ্টির উন্নয়নে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ