Monday, August 12th, 2019




হবিগঞ্জে লাখে মানুষ আদায় করলেন ঈদের নামাজ

সৈয়দ মোঃ রাসেল, হবিগঞ্জ : হবিগঞ্জে লাখো মানুষ আদায় করলেন পবিত্র ঈদুল আযহার নামাজ। ঈদের নামাজে মুসল্লীরা অশ্রুভেজা কন্ঠে ক্ষমা চান মহান রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন তারা।

হবিগঞ্জের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ওই ঈদগাহে একসাথে কয়েক হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন।
এদিকে, শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত । ১ম জামায়াত শুরু সকাল ৮টায়। এতে ইমামতি করেন কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। ২য় জামায়াত সকাল ৯ টায়। এতে ইমামতি করেন কাজী মাওলানা নজমুল হোসাইন।
এছাড়া, শহরের সওদাগর জামে মসজিদের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা সৈয়দ আজহার আহমাদ। হবিগঞ্জ টাউন মসজিদে (চাঁন মিয়া মসজিদ) সকাল সাড়ে ৮ টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করবেন মাওলানা নাছির উদ্দিন আখঞ্জি। শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করবেন মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরী।
অপরদিকে, জামেয়া ইসলামীয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা, রাজনগর জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ ও গরুর বাজার নুরানী মসজিদে স্ব-স্ব কমিটির নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদ জামায়াত অনুষ্টিত হয়েছে। বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি পশ্চিম জয়পুর ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। সেখানে ইমমামতি করেন মাওলানা অলিউর রহমান। শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই সাহেব বাড়ীর ঈদগাহে সকাল সাড়ে আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীরে কামেল হযরত সৈয়দ গাজীউর রহমান। উক্ত জামাতে এলাকাবাসি সহ আশপাশের শতশত মুসল্লী অংশ গ্রহন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ