Wednesday, August 7th, 2019




রৌমারীতে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী দিলেন পুলিশ সুপার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। নিজস্ব উদ্যোগে নিজের অথায়নে উপজেলার বন্যা দুর্গত ৩শথ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেন তিনি। আজ বুধবার পুলিশ সুপার রৌমারীতে এসে দুর্গতদের হাতে ওই সাহায্য বিতরণ করেন।

এর আগে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান রৌমারী থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ছুটে যান যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের দুর্গতদের মাঝে। এখানে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ সায়েদাবাদ ও ইজলমারী এলাকায় দুর্গতদের কাছে গিয়ে সহায্যের হাত বাড়িয়ে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, সয়াবিন তে ল।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বিকালে রাজীবপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় তিনি সাংবাদিবকদের জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গতদের সরকারি ভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে। এরপরও যদি আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে বন্যায় ক্ষতিগ্রস্থ অভাবি দরিদ্ররা আবার ঘুরে দাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ