Tuesday, August 6th, 2019




পাইকগাছায় “গাছ লাগান পরিবেশ বাচাঁন ” শ্লোগানে এমপি আকতারুজ্জামান বাবু প্রদত্ত আ’লীগের বৃক্ষ রোপন কর্মসুচি গ্রহন

মোঃ শাহরিয়ার কবির, পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।গাছ লাগান,পরিবেশ বাঁচান।এই শ্লোগান কে সামনে রেখে চলতি বছর বর্ষা মৌসুমে বৃক্ষ রোপন কর্মসুচি আওতায় পাইকগাছা উপজেলা মঙ্গল বার দুপুরে খুলনা -৬ আসনের (এমপি) আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু প্রদত্ত বিভিন্ন প্রজাতির ৩ হাজার ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরন সম্পন্ন করেছে।বিভিন্ন প্রজাতির ৩ হাজার গাছের চারা ইতোমধ্যে পৌর সভা সহ বিভিন্ন ইউনিয়ানে বিতারন করা শুরু হয়েছে।আওয়ামীলীগের সভাপতি সহ বিভিন্ন নেতা-কর্মীরা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাস ভবনে সংরক্ষিত এ সব গাছের চারা গ্রহন করেন।

চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব,মোঃ রশীদুজ্জামান মোড়ল,কমিটি সদস্য আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যান,মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউনিয়ন কমিটির গোলাম মোস্তফা,বিভুতী সানা,শংকর দেবনাথ,নির্মল ঢালী,ইকবাল হোসেন খোকন,নির্মল মন্ডল,উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য, আজিজুল হাকিম,আকরামুল ইসলাম,যুবলীগনেতা গৌতম রায়,জামাল হোসেন,আশরাফুল ইসলাম সবুজ,আবু হানিফ সোহেল, সুরজিৎরায়, ছাত্রলীগনেতা পার্থ প্রতিমচক্রবর্তী ,সাহেব আলী,মুক্ত অধিকারী,শাহরিয়ার কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ