Tuesday, August 6th, 2019




গাবতলী হাটে পাঁচ মিনিটের মধ্যেই ৩০ মণ ওজনের ‘টাইগারের’ মৃত্যু

তীব্র গরমে স্ট্রোক করে টাইগার নামে প্রায় ৩০ মণ ওজনের একটি গরু মারা গেছে।

মঙ্গলবার দুপুরে গাবতলী পশুর হাটে গরুটির মৃত্যু হয়।

গরুটির মালিক মেহেরপুর জেলার আব্দুর রাজ্জাক জানান, ৮-১০ লাখ টাকায় বিক্রির আশায় গরুটি নিয়ে গাবতলীতে এসেছিলেন তিনি। মঙ্গলবার সকালেও গরুটি ভালো ছিল।

তিনি বলেন, গোসল করানোর পর হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। এরপর ধপাস করে গরুটি মাটিতে পড়ে যায়।

অসুস্থ হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই টাইগার নামের গরুটি মারা যায় বলে জানান আব্দুর রাজ্জাক।

প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন আব্দুর রাজ্জাক। তিনি জানান, পাঁচ লাখ টাকায় ব্যাপারীরা গরুটি বাড়িতে থাকা অবস্থায় কিনতে চেয়েছিল। কিন্তু বেশি দামের আশায় টাইগারকে নিয়ে গাবতলী এসেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ