Saturday, August 3rd, 2019




ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড সংগ্রহ করতে গিয়ে একজন নিহত।

তাওহীদ হাসান ময়মনসিংহ প্রতিনিধি: ফুলপুরপৌরসভায় ভিজিএফ চালের কার্ড সংগ্রহ করতে গিয়ে শনিবার দুপুরে পুলিশের সাথে  হামলা ও ধাক্কাধাক্কিতে হাফিজ উদ্দিন (৫৫)নামের  এক বৃদ্ধ নিহত ও আটজন আহত হয়েছেন।
এলাকাবাসীর মাধ্যমে জানা যায়,ফুলপুর মহিলা  ডিগ্রি কলেজ মাঠে শনিবার ফুলপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ৪ হাজার ৬২১ টি ভিজিএফ চালের কার্ড বিতরণ শুরু হয়,
দুপুর ১২ টার দিকে কার্ড নিতে আসা মানুষের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করতে বাধ্য হয়।
এতে সংঘর্ষ ও পদদলিত হয়ে আটজন গুরুতর আহত হন।
আহতদের মাঝে পৌরসভার আমুয়াকান্দা গ্রামের হাফিজ উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
বাকিরা ফুলপর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফুলপুর পৌরসভার মেয়র আমিনুল হক জানান,আমি রুমের ভিতরে কার্ড বিতরণ করছিলাম। বাহিরে কি ভাবে ঘটনা উঠেছে তা আমার জানা নেই।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান,কার্ড বিতরন ব্যবস্থায় ভুলত্রুটি থাকায় একজনের মৃত্যু হয়। বিষয়টি যাচাই বাচাই করে উর্ধতম কতৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই দোষিদের বিচারের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ